Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক ‍দুর্ঘটনায় শিক্ষা সফরের বাস, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৫

নেত্রকোনা: শিক্ষা সফরে যাওয়ার সময় নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের সবাই ওই বাসের যাত্রী। তাদের চট্টগ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে চট্টগ্ৰামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিল।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫) আহত হয়েছেন। অন্য আহতরা হলেন— সজিব (২১), আনিসুর রহমান (৩৫), তানভির (২০), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামিম (২৪), মোবারক (৪০), পিলু (২৫), সম্পা (২৫), আবু কাউছার (২৫), মো. রাজু (২৪), আনোয়ার (২৫), রাসেল (২৪), রানা (২৫), সিরাজ (২৬), রনি (২৩), হাসান (২৫) হৃদয় (২৪), মামুন (২৫), সজিব (২৫), জাকির (২৪) ও আনোয়ার (২৫) ।

শিক্ষা সফরের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের নেতৃত্বে ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাজী মো. ইউসুব আলী, সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান ও প্রভাষক মো. তিতাস মিয়া। তবে যোগাযোগের চেষ্টা করলে তাদের  মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

সফরের যাত্রী নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাকির বলেন, ‘কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলাম। পথে ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা সবাই আহত হয়েছে। সেখান থেকে উদ্ধার করে লোহাগাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ২৫ জনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বিজ্ঞাপন

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহকারী মো. মোবারক হোসেন জানান, শিক্ষা সফরের জন্য ময়মনসিংহের সৌখিন বাসটি ভাড়া করা হয়। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপ সফর শেষে আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) নেত্রকোনায় ফিরে আসার কথা ছিল।

হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আহতদের মধ্যে ২৫ জনকে সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

সারাবাংলা/এনএস

নেত্রকোনা নেত্রকোনা সরকারি কলেজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর