Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৬

ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর বাসচাপায় রাকিব হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক রাকিবের বাবার নাম মো. রুহুল আমিন। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন এবং ঠিকাদারি করতেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় রাকিব নামে ওই যুবক মোটরসাইকেল চালাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি বাসচাপায় তিনি মারা গেছেন। এর বাইরে কিছু জানা যায়নি। বাস শনাক্তে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

বাসচাপা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর