নাটোরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৭
নাটোর: সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অপর দু’জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনের বাড়ি উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী ও নজরপুর গ্রামে।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হক চুনু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) এবং নজুরপুর গ্রামের কাঁচু আলী (৫০)।
স্থানীয়রা জানান, সোমবার (সকালে সিংড়া পুন্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। এসময় নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে রহিম আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
এসময় চারজনকে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় দু’জনের অবস্থা অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলী (৫০) নামে দুইজনের মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘সিংড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছের। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।’
সারাবাংলা/এমও