Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকারুননিসায় দুই শিক্ষার্থীর সহোদরাকে ভর্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৫

ফাইল ছবি

ঢাকা: ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে দুই শিক্ষার্থীর সহোদরাকে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ জানুয়ারি) দুই শিক্ষার্থীর পক্ষে অভিভাবকের করা রিটের শুনানির নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা, ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে। এই শিশুটির সহোদরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সমস্যা হচ্ছে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু এ শিক্ষার্থীর ভর্তির আবেদন করেছে পরিপত্র জারির আগে। যে কারণে শিক্ষার্থীর অভিভাবক পরিপত্রটি চ্যালেঞ্জ করে রিট করেছিলেন।

আজ শুনানি শেষে সংশোধিত নীতিমালার বিধিটি এ ভর্তিচ্ছু শিক্ষার্থীর ক্ষেত্রে স্থগিত করে ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

সারাবাংলা/কেআইএফ/একে

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর