Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রলি উল্টে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৫

প্রতীকী ছবি

নওগাঁ: জেলার সাপাহার উপজেলায় মাঠে যাওয়ার সময় ট্রলি উল্টে মোজাম্মেল হক (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক সাপাহার উপজেলার উত্তর আলাদিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

সাপাহার থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে বাড়ি থেকে ট্রলি নিয়ে সরিষা নেওয়ার জন্য ক্ষেতে যাচ্ছিলেন মোজাম্মেল হক। পথে বিরামপুর ক্লাবের মোড়ে আসলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনএস

কৃষক নিহত নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর