Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রী নিবেদিত: এম এ মান্নান


১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৩

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবেদিত। প্রতিবন্ধীদের প্রতি তার বিশেষ নজর সুস্পষ্ট। তবে প্রতিবন্ধীদের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করা প্রধানমন্ত্রীর একার পক্ষে করা সম্ভব না, যদি না আমরা সহযোগিতা করি। আমাদের সকলের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা।’

জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘প্রতিবন্ধী নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা: বিচারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক ওই সেমিনার রোববার বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারত মিলনায়নে অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধীদের শারীরিক অবস্থাকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা থেকে আমরা সম্পূর্ণ উত্তরণ করতে পারব না, তবে সমাজের বিশেষ বিশেষ অবিচার দূর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সমাজ থেকে দারিদ্র্য দূর করতে হবে। নারীদের প্রতি ঐতিহ্যগত যে অবিচার সেটা দূর করতে হবে। প্রতিবন্ধীরা বাসে উঠতে পারে না, স্কুলে গেলে সিঁড়ি বেয়েও উঠতে পারে না। এসব দূর করার মতো ক্ষমতা আমাদের হাতে আছে। সেসব প্রতিবন্ধকতা আমাদের দূর করতে হবে।’

সমাজ কল্যাণ মন্ত্রণালয় সঠিকভাবে টাকা চাইতে পারে না এমনটি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক মন্ত্রণালয় বাজেটে আগামী বছরে টাকা লাগবে বলেই শেষ করেন কিন্তু কেন প্রয়োজন, কী কারণে প্রয়োজন তার ব্যাখ্যা দেয় না। অনেক মন্ত্রণালয়কে অর্থ দেওয়া হয় কিন্তু তারা তা ব্যয় করতে পারে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিশু, নারী ও যুব মন্ত্রণালয় আছে। এসব মন্ত্রণালয়ের টাকা অব্যবহৃত থাকে। কারণ ওখানে সক্ষমতা ও ইচ্ছার অভাব রয়েছে। টাকা চাইলেই টাকা দেওয়া যাবে। টাকা চাওয়ার যে প্রক্রিয়া সেটা অনেকেই জানেন না। এ কারণে অনেকে টাকা পান না।’ প্রতিবন্ধীদের নিয়ে যেসব সংগঠন কাজ করে তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও মন্ত্রী এ সময় বলেন।

বিজ্ঞাপন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহকারী সমন্বয়কারী নাজমা আরা বেগম পপি। প্রবন্ধে প্রতিবন্ধকতা দূর করতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশ পুলিশ কমিশন ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন সাদেকা হালিম, সমাজ কল্যাণ সচিব আতিয়ার রহমান, কাজী রোজি এমপি প্রমুখ।

সারাবাংলা/এজেডক/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর