Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়েছে নলেরচর বাজার, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৬

নোয়াখালী: হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের নলেরচর বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্টেশন অফিসার নুরুন নবী আরও বলেন, ‘খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশে তাৎক্ষণিক রওয়ানা দেয়। কিছুক্ষণ পর আমাদের জানানো হয়, স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেছে। এজন্য আমরা আর ঘটনাস্থলে যাইনি।’

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘ভোররাতে চানন্দী ইউনিয়নের নলেরচর বাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে ১০টি দোকান পুড়ে গেছে। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা দাবি করছেন।’

সারাবাংলা/এমও

আগুন নলেরচর বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর