Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ সৌদি প্রবাসী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৭

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দেরঘোনা কাটামোরার মৃত আব্দুস সমদের ছেলে নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)। তারা দুইজনই সৌদি প্রবাসী ছিলেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সমাজকর্মী কাইয়ুম উদ্দিন জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী স্টেশন থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, পরিবারের ইচ্ছায় লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইআ

কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর