Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজ থেকে বাড়ি ফেরা হলো না ফারুকের, সড়কে গেল প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৭

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চাঁদপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক পৌর শহরের মর্ডান ক্লিনিক এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার সকালে কলেজ থেকে মোটরসাইকেলের তেল নিতে চাঁদপুর পাম্পে যান ফারুক। তেল নিয়ে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান ফারুক।

সারাবাংলা/ইআ

কলেজছাত্র নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর