রাষ্ট্রপতির নামের বানানে বিভ্রাট!
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৮
ঢাকা: মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি। কিন্তু তার নামের বানান কী হবে তা নিয়ে বিভ্রান্তি গতকাল থেকেই। গণমাধ্যমের প্রতিবেদনে কোথাও নাম এসেছে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, কোথাও চুপ্পু, কোথাও শুধু মো. সাহাবুদ্দিন।
ওনার ফেসবুক প্রোফাইলে নামের বানান ইংরেজিতে Md Shahabuddin Chuppu. ফেসবুক টাইমলাইনে জনকণ্ঠে প্রকাশিত তার একটি কলামে নামের বানান ‘মো. সাহাবুদ্দিন চুপপু’।
আওয়ামী লীগের ওয়েবসাইটে উপদেষ্টামণ্ডলীতে তার নামের বানান ‘মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু’।
গত ২২ জানুয়ারি বিভিন্ন উপকমিটির চেয়ারম্যান ও সদস্যদের নামের তালিকা ঘোষণা করে দেয়া আওয়ামী লীগের প্রেস রিলিজেও বানান লেখা হয়েছে ‘মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু’। তবে আজ নির্বাচন কমিশনে দাখিল করা মনোনয়নপত্রে হাতে লেখা নামের বানান ‘মো. সাহাবুদ্দিন।’
তবে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত প্রজ্ঞাপনে সোমবার (১৩ ফেব্রুয়ারি) নতুন রাষ্ট্রপতির নাম মো. সাহাবুদ্দিন লেখা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে এটিই এ পর্যন্ত নামের সঠিক বানানের বিশ্বস্ত সোর্স।
সারাবাংলা/একে