Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে নিপা ভাইরাস আক্রান্ত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪১

ঢাকা: নিপা ভাইরাসে আক্রান্ত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শাহ আলম (২২) নামে ওই যুবকের বাড়ি নরসিংদীর রায়পুরায়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, ওই যুবক নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা গেছেন।

মৃত শাহ আলম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট।

মৃত শাহ আলমের ভগ্নীপতি রাসেল মিয়া জানান, এলাকায় একটি চীনা কোম্পানিতে চাকুরি করতেন শাহ আলম। গত বৃহস্পতিবার হঠাৎ জ্বরে আক্রান্ত হয় শাহ আলম। এর পর স্থানীয় ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ানো হয় তাকে। পরদিন শুক্রবার জ্বর আরও বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে পড়ে যান। এক পর্যায়ে বমি করতে থাকেন। এই অবস্থা দেখে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।

রাসেল আরও জানান, ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায়। সোমবার সন্ধ্যায় জানানো হয়, শাহ আলম নিপা ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ নিপা ভাইরাস যুবক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর