Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৮

ঢাকা: মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য নির্মাণ করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থী। রবীন্দ্রনাথের মুখে টেপ আর হাতে থাকা গীতাঞ্জলি কাব্যগ্রন্থে পেরেকবিদ্ধ সেই ভাস্কর্য দু‘দিনের মাথায় সরিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ব্যানার ঝুলতে দেখা যায়। যাতে লেখা— ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’

বিজ্ঞাপন

ভাস্কর্যটি নির্মাণে সংশ্লিষ্টজনরা বলছেন, সেন্সরশিপ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদে তারা এটি বানিয়েছেলেন। অন্যদিকে, ওই ভাস্কর্যের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে জানিয়ে সেটিকে সরিয়ে ফেলার বিষয়টি স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উদ্যোক্তারা পুরো ফেব্রুয়ারিজুড়ে ভাস্কর্যটি সেখানে রাখার কথা জানালেও দু’দিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি সরিয়ে দিয়েছে। এর প্রতিবাদে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ শীর্ষক ব্যানারটি টাঙানো হয়েছে বলে জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।

ভাস্কর্যটির নির্মাণ কাজে সংশ্লিষ্টদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার সারাবাংলাকে বলেন, ‘বাক ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদে আমরা ভাস্কর্যটি স্থাপন করেছিলাম। বইমেলায় ভিন্ন মতের বইয়ের কারণে একটি প্রকাশনকে স্টল বরাদ্দ দেওয়া হয়নি। এটা একধরনের সেন্সরশিপ। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ লেখক-অ্যাক্টিভিস্টদের হয়রানি করা হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানিয়েছিলাম।’

বিজ্ঞাপন

ভাস্কর্য সরিয়ে ফেলার ঘটনায় নিন্দা জানিয়ে শিমুল কুম্ভকার বলেন, ‘সেন্সরশিপের প্রতিবাদে আমরা ভাস্কর্যটি বানিয়েছিলাম। এটি সরিয়ে ফেলাও এক ধরনের সেন্সরশিপ। সত্যি কথা তুলে ধরায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাত্রদাহ শুরু হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর দাবি, এভাবে ভাস্কর্য স্থাপন একটি ‘অপসংস্কৃতি’। তিনি বলেন, ‘এর মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে। সেজন্য আমরা ভাস্কর্যটি সরিয়ে ফেলেছি। লুকোচুরি করে এটি স্থাপন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। তারা এটি করেননি। এটি যারা করেছেন তাদের যদি কোনো বক্তব্য থাকে, তাহলে সামনাসামনি আসুক, কথা বলুক।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

গুম রবীন্দ্রনাথ ঠাকুর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর