হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৯
হবিগঞ্জ: জেলার বাহুবলে যাত্রীবাহী একটি বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তিন জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
রাতে এ প্রতিবেদন লেখা পর্যান্ত উদ্ধার কাজ চলছিল। পুলিশ জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সারাবাংলা/পিটিএম