আশুলিয়ায় পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১১
আশুলিয়া: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পল্লীবালা স্বাস্থ্য সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শ্রমিকসহ সব শ্রেণিপেশার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই স্বাস্থ্য সেবাকেন্দ্র। রেছেন
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বাইপাইলে পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
এসময় ত্রাণ ও দুর্যোগমন্ত্রী বলেন, পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উত্তর উত্তরণের সমৃদ্ধ কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান শাহিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার সেবা নিশ্চিতে শিল্পাঞ্চল এলাকার মেহনতি মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্বল্পখরচে চিকিৎসা ও স্বাস্থ্য দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
সারাবাংলা/এমও