Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৩

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশেও বিএনপির জনগণ নেই, বিদেশেও নেই। বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে’ শান্তি সমাবেশে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪ বছরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে বাংলাদেশ বদলে গেছে। দেশের উন্নয়ন দেখে বিএনপির মন খারাপ।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটেও দেশের মানুষ শেখ হাসিনার উপর খুশি। বিশ্ব পরিস্থিতিতে অতিরিক্ত দাম দিয়ে জ্বালানি তেল, খাদ্যশস্য কিনে কম দামে জনগণকে দিচ্ছি যাতে দেশের মানুষের কষ্ট কম হয়। বিএনপি হলে দিতো খাম্বা। তারেক জিয়া খাম্বা ব্যাপারী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, বাংলাদেশকে আফগানিস্তান বানাবে। বিএনপি হলো নষ্ট রাজনীতির হোতা। এদেশের রাজনীতির বিষফোঁড়া। তাদের কাছে এদেশের মানুষ, গণতন্ত্র, আইনশৃঙ্খলা নিরাপদ নয়। এরা সুযোগ পেলে মানুষ পোড়াবে, ভাঙচুর করবে, অগ্নিসন্ত্রাস করবে।

তিনি বলেন, এখন বিএনপির মুখে খই ফুটেছে। স্লো মোশন থেকে পদযাত্রা। শর্ট মার্চ থেকে লং মার্চ করবে, সবই ভুয়া।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।  মির্জা আব্বাস বলেছে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। এই বিএনপিকে চিনে রাখতে হবে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথেই রুখে দিতে হবে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, যখনই নির্বাচন আসে তখনই মিথ্যা অপপ্রচার নিয়ে সামনে আসে বিএনপি। বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে, ছিল এবং থাকবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/এনআর/আইই

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর