Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘের আক্রমণে আহত জেলে অনুকূলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২০

বাগেরহাট: টানা ২১দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মেনেছেন বাঘের আক্রমণে আহত জেলে অনুকূল গাইন । শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অনুকূল গাইনের চাচতো ভাই নিধির গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৭ জানুয়ারি সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছধরার সময় বাঘের আক্রমনের শিকার হয়েছিলেন এই জেলে। এসময় অনুকূলের সাথে থাকা মাহবুব নামের অপর এক জেলের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর বারটার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত অনুকূলকে।

অবস্থা গুরুতর হওয়ায় পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমনে অনুকূলের মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল।

অনুকূল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন মানসিক প্রতিবন্ধী। তি‌নি ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।

আরও পড়ুন: পূর্ব সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

সারাবাংলা/এমও

অনুকূলের মৃত্যু বাঘের আক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর