Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশ এত বিপদে নেই যে বিদেশি বিনিয়োগ পেতে উজাড় করে দেব’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৫

ঢাকা: বাংলাদেশ এত বিপদে নেই যে বিদেশি বিনিয়োগ পেতে সবকিছু উজাড় করে দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডে বেজা, বিডা, বেপজা ও বিল্ডের নেতাদের সঙ্গে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘দেশ এত বিপদে নেই যে বিদেশি বিনিয়োগ পাওয়ার জন্য সবকিছু উজাড় করে দিতে হবে। এক সময় রফতানির জন্য অনেক কিছুই করেছি, বিদেশিদের খুশি করার চেষ্টা করেছি। এখন আমরা সে অবস্থায় নেই। এখনও যদি আগের মানসিকতা রাখি তাহলে উন্নত দেশ হবো কী করে। এখন আমরা আগের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করব, দেখব যে কোথায় কোথায় আর সাপোর্ট দরকার নেই।’

মুনিম আরও বলেন, ‘লিখিত প্রস্তাবনাগুলো আমরা খুবই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করি, তবে সেই অর্থে বিবেচনা করতে পারি না। আপনারা যখন কথা বলেন, শুধুমাত্র নিজের অবস্থান থেকে কথা বলেন। কখনও এনবিআরের অবস্থানটা বুঝতে চান না। আমরা চাই, দেশেই কোয়ালিটিপূর্ণ পণ্য উৎপাদন হোক। বিদেশ থেকে জাহাজ ভরে পণ্য আসতে থাকবে, আমরা সাপোর্ট দিয়ে যাবে। এমনটি হতে পারে না। এনবিআর সে রকম ভাবে না।’

সারাবাংলা/এসজে/একে

এনবিআর রাজস্ব বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর