চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার
১ নভেম্বর ২০২৪ ২১:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৬:২১
ঢাকা: সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক ও রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, ‘বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ও চালের মূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড চালের ওপর সমুদয় আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ ও বিদ্যমান রেগুলেটরি শুল্ক ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ চাল আমদানিতে বিদ্যমান মোট করভার ২৫ শতাংশ হতে কমিয়ে ২ শতাংশে (অগ্রিম আয়কর) নামিয়ে আনা হয়েছে। এতে আমদানী পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ৯.৬০ টাকা কমবে। সমুদয় আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে, ভোক্তা পর্যায়ে চালের সহনীয় পর্যায়ে থাকবে।’
সারাবাংলা/ইএইচটি/এসআর