Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় অমর একুশে বইমেলা শুরু

মোংলা করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৮

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা। পৌর শহীদ মিনার চত্বরে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বই মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

পৌর মেয়র শেখ আ. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বইয়ের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এবারের বই মেলায় বসেছে ২০টি স্টল। মেলার প্রথম দিনেই দেখা গেছে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। পৌর কর্তৃপক্ষের আয়োজনে এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কর্মসূচিও।

সারাবাংলা/একে

বইমেলা বাগেরহাট মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর