Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ২৪ জনের প্রাণহানি

সারাবাংলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৫

ঢাকা: ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলীয় রাজ্য সাও পাওলোতে ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সাও পাওলো কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, এসব প্রাকৃতিক দুর্যোগে আরও কয়েকশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। একইসঙ্গে বিচ্ছিন্ন হয়ে হওয়া এলাকাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন এবং রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন।

দেশটির উবাতুবার মেয়র জানান, নিহতদের মধ্যে ৭ বছরের এক কিশোরীও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অফিস জানায়, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যা সিভিল ডিফেন্স ও ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারী দলকে বিপদে ফেলবে এবং উচ্চ মৃত্যুর সম্ভাবনা বাড়াবে।

ব্রাজিলের সবচেয়ে ধনী এই রাজ্যটির উপকূলীয় এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

সাও পাওলো রাজ্য ছয়টি শহরের জন্য ১৮০ দিনের দুর্যোগ অবস্থা ঘোষণা করেছে। ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠনের কাজ শুরু করার জন্য বেশ কয়েকটি মন্ত্রণালয়কে একত্রিত করেছে।

সারাবাংলা/ইআ

বন্যা ও ভূমিধস ভারী বর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর