Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশার চালক বেশে অপহরণকারী ধরল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। ডবলমুরিং থানার এক উপ-পরিদর্শক (এস আই) সিএনজি অটোরিকশা চালক সেজে অপহরণকারীদের দেওয়া ঠিকানায় গিয়ে তাদের গ্রেফতার করেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত তিনটায় ফকিরহাট কাঁচাবাজারের জাহাঙ্গীরের ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ব্যক্তিকে আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলো– সাহাব উদ্দিন (৩৬), আকাশ হোসেন (১৮), শাহিন উদ্দিন মুন্না (২১), মো. রুবেল (২০) ও কামরুল হাসান (২১)।

জানতে চাইলে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন সারাবাংলাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) বিকেলে আগ্রাবাদ জাম্বুরী পার্ক এলাকায় কাজে যাওয়ার সময় ফখরুল ইসলাম নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে সিএনজিতে করে ফকিরহাটের একটি ভবনের চতুর্থ তলায় নিয়ে যায় কয়েকজন। সেখানে নিয়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।’

‘পরে তার নম্বর থেকে আসামিরা ফখরুলের স্ত্রীকে কল দিয়ে দাবির টাকা পরিশধ করতে বলে। সোনার কানের দুল বেঁচে তার স্ত্রী দুই দফায় তিন হাজার টাকার দেওয়ার পর আসামিরা আরও পাঁচ হাজার টাকা দিতে বলে। না হলে তার স্বামীকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর ফখরুলের স্ত্রী আমাদের কাছে এলে আমরা অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীসহ অপহৃত ব্যক্তিতে উদ্ধার করি। তাদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করা হয়েছে।’

অভিযানে নেতৃত্ব দেওয়া ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) আহলাদ ইবনে জামিল সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে ওই নারী অভিযোগ নিয়ে আসার পর উনি যে সিএনজি নিয়ে এসেছেন সেই সিএনজিচালকের পোশাক পরে আমি অভিযানে যাই। রাত তিনটার দিকে অপহরণকারীদের দেওয়া ঠিকানায় গেলে আসামি মুন্না এসে ওই নারীর কাছ থেকে টাকা নিতে আসেন। আমি আগে থেকেই গাড়ির দরজা এক পাশ খুলে রেখেছিলাম। মুন্না আসার সঙ্গে সঙ্গেই তাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তার দেওয়া তথ্যমতে ফকিরহাটের কাঁচাবাজারের পাশের একটি ভবনের ছোট রুম থেকে অপহৃত ব্যক্তিসহ আরও চার অপহরণকারীকে গ্রেফতার করি।’

সারাবাংলা/আইসি/পিটিএম

অটোরিকশা অপহরণকারী চালক টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর