Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১২

ঢাকা: এখন থেকে কোন ঘোষণা ছাড়াই সেবাখাতের আয় করা ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রা দেশে আনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এটি ছিল ১০ হাজার ইউএস ডলার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংকান্ত একটি সার্কুলার জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, এতদিন সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা বাড়িয়ে ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য কোনো মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন। এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

সারাবাংলা/জিএস/পিটিএম

ঘোষণা ডলার বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর