গোপালগঞ্জবাসীকে একগুচ্ছ উন্নয়ন উপহার দিলেন প্রধানমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার গোপালগঞ্জবাসীকে একগুচ্ছ উন্নয়ন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলায় একদিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল আটটার পর গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন তিনি। পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জবাসীর জন্য ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হসিনার নিজ নির্বাচনী এলাকা এটি। তিনি পশ্চাৎপদ কোটালীপাড়াকে নব আলোকে উদ্ভাসিত করেছেন। এজন্য কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ। শনিবার তাই প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোতের ঢল নেমেছে।
টানা মেয়াদে সরকার গঠনের ধাারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে ইতোমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় শহরসহ জেলা সদরে জনসভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধাানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ সাড়ে চার বছর পর নিজ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, ২০১৮ সালে শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখেন।
৪৮টি প্রকল্পের মধ্যে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ৩০টি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদের ২টি, গোপালগঞ্জ পৌরসভার ২টি, গণপূর্ত বিভাগের ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১টি প্রকল্প বাস্তবায়ন করেছে।
সারাবাংলা/এনআর/এমও