তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১০
চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দুই দেশের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পে সেদেশে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২১৮ জনের। এদিকে সিরিয়া জানিয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৪।
গত ৬ ফেব্রুয়ারি ভোরে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় আঘাত হানে প্রথম ভূমিকম্প। প্রথম ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। এর কিছুক্ষণ পর দ্বিতীয় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। এএফএডি জানিয়েছে, দুই বড় ভূমিকম্পের পর ওই অঞ্চলটি অন্তত ৯ হাজারেরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।
তুরস্কের ১১টি ভূমিকম্প বিধ্বস্ত প্রদেশে এখনও প্রায় ২ লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী কাজ করছে। ভূমিকম্পের প্রাথমিক দিনগুলোতে বহু এলাকায় উদ্ধারকর্মীরা প্রবেশ করতে পারেননি। তবে পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং অগ্রগতির সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে জীবিতদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।
তুরস্কের বিধ্বস্ত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তুর্কি সরকার জানিয়েছে, ভূমিকম্পে ১ লাখ ৭৩ হাজারটি ভবন ধসে পড়েছে। ইতোমধ্যে ১৯ লাখ মানুষ অস্থায়ী আশ্রয় বা হোটেল এবং সরকারি বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন।
সারাবাংলা/আইই