Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ছাড়াও হজযাত্রীদের নিতে হবে আরও ২ ভ্যাকসিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২

ফাইল ছবি

ঢাকা: চলতি বছরে হজে যেতে ইচ্ছুকদের করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের পাশাপাশি আরও দুইটা ভ্যাকসিন নিতে হবে। তাদের মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের পাশাপাশি এবার তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, যারা আগে হজ করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর হজে যেতে ইচ্ছুকদের বয়স হতে হবে সর্বনিম্ম ১২ বছর। এছাড়া হজযাত্রীদের দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সারাবাংলা/জেআর/এনএস

করোনাভাইরাস টপ নিউজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর