Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি দুর্নীতির অভিযোগ করলে হনুমান ভেংচি কাটে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৪

চট্টগ্রাম ব্যুরো: বিএনপিকে বিশ্বচোর আখ্যায়িত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিএনপি বিশ্ব চোরের উপাধি অর্জন করেছিলো। সেই বিশ্বচোর বিএনপি যখন দুর্নীতির অভিযোগ করে তখন শুধু মানুষ নয় গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত অমর একুশে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতির কারণেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাস্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে একগাধা দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার প্রশ্ন হচ্ছে যারা নিজেদের দুর্নীতির কারণে পর পর বাংলাদেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল তারা কারা? তারা হচ্ছে বিএনপি। ’

‘দুর্নীতির ও টাকা পাচারের কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শাস্তি হয়েছে। লুটের টাকা বিদেশে পাচার করার কারণে তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এসে বাংলাদেশে স্বাক্ষ্য দিয়ে গেছে।’

বিএনপির দেওয়া আগুনে পুড়ে যাওয়া বই বুকে জড়িয়ে ধরে শিক্ষার্থীরা আহাজারি করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে স্কুলের ঘরে নতুন বই সংরক্ষিত ছিল । সেই বইয়ের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ৫০০ স্কুল ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। নির্বাচন প্রতিহতের নামে এই কাজটি করেছে বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট। শিক্ষার্থীদের বই নয় শুধু তাদের ভবিষ্যৎ পুড়িয়ে দিয়েছে। সেই পোড়া বই বুকে জড়িয়ে ধরে শিক্ষার্থীরা আহাজারি করেছে। রাজনীতির নামে বই পোড়ানোর এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে ঘটেছে কিনা সন্দেহ!’

তিনি বলেন, ‘বই পোড়ানো যেমন অপরাধ, বই না পড়াও অপরাধ। বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদান প্রথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন। গত এক যুগের বেশি সময় ধরে প্রতিবছর ৩৫ কোটির বেশি বই বিনামূল্যে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। বাংলাদেশের মতো জনবহুল আর কোন দেশে এমন ব্যবস্থা চালু নেই। যেটি শেখ হাসিনার সরকার চালু করেছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবর্ণা মুস্তাফা, একুশে বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, চসিকের প্রধান নির্বাহী শেখ মো. তৌহিদুল ইসলাম।

সারাবাংলা/আইসি/একে

তথ্যমন্ত্রী বিএনপি হাছান মাহমুদ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর