Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন শুক্রবার

সারাবাংলা ডেস্ক
২ মার্চ ২০২৩ ১২:১৫ | আপডেট: ২ মার্চ ২০২৩ ১২:২২

ঢাকা: প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবালের উদ্যোগে বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন শুক্রবার।

বুধবার (১ মার্চ) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পরম করুনাময় আল্লাহ্ তালার অশেষ রহমতে ঢাকার প্রাণ কেন্দ্র বনানীতে অবস্থিত বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নব নির্মিত ভবনের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

২০১৯ সালে মসজিদের নতুন ভবনের নির্মান কাজ শুরু হয়। মসজিদটির প্রধান খাদেম সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল এবং ৩১ সদস্য বিশিষ্ট খাদেম কমিটির উদ্যোগে।

করোনাকালীন প্রতিকূলতা উপেক্ষা করে সুদীর্ঘ তিন বছরের প্রচেষ্টায় বর্তমানে নির্মান কাজ সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সাততলা এই মসজিদটি বাংলাদেশের একটি নয়নাভিরাম মডেল মসজিদে রুপ নিয়েছে। দৃষ্টিনন্দন নির্মান শৈলীর এই মসজিদে দু’টি বেজমেন্ট আছে। নারী ও পুরুষদের জন্য পৃথক ওজু এবং নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদের টপ ফ্লোরে রয়েছে ইসলামিক লাইব্রেরি।

শুক্রবার (৩ মার্চ) ১২ টায় একত্রিত হয়ে জুম্মার নামাজের মাধ্যমে উক্ত মসজিদটি উদ্বোধন করা হবে।

সারাবাংলা/ইআ

কেন্দ্রীয় জামে মসজিদ দি প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর