রাজধানীতে কাভার্ডভ্যান উল্টে পথচারী নিহত
২ মার্চ ২০২৩ ১৩:৩৮
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ মোড়ে কাভার্ডভ্যান উল্টে জাহিদ মোল্লা (৩৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় রং মিস্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ মাদারীপু্রের রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোল্লার ছেলে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ডভ্যান ঢাল থেকে নামার সময় শ্যামলী পরিবহনের একটি বাসের পিছনে ধাক্কা দেয়। এরপর ভ্যানটি উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে আটকে ঘটনাস্থলেই মারা যান জাহিদ নামে ওই পথচারী। গাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত জাহিদের চাচাতো ভাই সিহাব মোল্লা জানান, জাহিদ পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন। চট্টগ্রামে কাজ শেষে করে আজ সকালেই ঢাকায় ফেরেন তিনি। তার পরিবারে স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ