Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানি ২ শিশুর আপিল শুনানি ২৪ মে

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৩ ১৬:৫৪ | আপডেট: ২ মার্চ ২০২৩ ১৬:৫৫

ঢাকা: জাপানি বংশদ্ভূত দুই শিশুর বিষয়ে বাবা ইমরান শরীফের করা আপিল শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ মে ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার পারিবারিক আপিল আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত এ তারিখ ধার্য করেন।

এদিন দুই সন্তানকে ফিরে পেতে ইমরান শরীফের করা আপিল শুনানির জন্য ধার্য ছিল। তবে তার আইনজীবী শামীমা আক্তার লাভলী শিশুদের বিষয়ে উচ্চ আদালতে শুনানিতে ব্যস্ত থাকায় সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী এই তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম এ তথ্য জানান।

গত ১৬ ফেব্রুয়ারি দুই শিশুর মঙ্গলের কথা চিন্তা করে বাবা-মাকে একত্রে আপোষ মিমাংসা করার পরামর্শ দেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ, গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন। এ রায়ে সংক্ষুদ্ধ হয়ে আপিল করেন ইমরান শরীফ।

সারাবাংলা/এআই/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর