Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কম এর যাত্রা শুরু

সারাবাংলা ডেস্ক
৫ মার্চ ২০২৩ ২২:৩৮

ঢাকা: অস্ট্রেলিয়ার শিক্ষানগরী মেলবোর্ন থেকে যাত্রা হলো বাংলা ভাষায় প্রথম ও পূর্ণাঙ্গ ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কম এর (www.Ghurunchi.com)। ঘুরুঞ্চি ম্যাগাজিন বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন। সারাবিশ্বের বাংলাভাষী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নতুন উদ‍্যেমে তাদের লেখনির মাধ‍্যমে যুক্ত থাকবেন ঘুরুঞ্চির সঙ্গে। নতুন এই ওয়েবসাইট হবে বাংলাভাষী অভিযাত্রীদের অভিজ্ঞতা বিনিময়ের প্রাণের প্ল‍্যাটফর্ম।

বিজ্ঞাপন

সম্প্রতি মেলবোর্নের মেরিবিরনং কমিউনিটি সেন্টারে আয়োজিত ঘুরুঞ্চি ডট কম এর ওয়েব সাইট উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বিশিষ্ট ব‍্যবসায়ী কামরুল চৌধুরী, অস্ট্রেলিয়ার প্রধান বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআরও’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওশাদ হক, ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব স্মারক।

এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্মেন্টের সিনিয়র কর্মকর্তা মৃত্তিকা বিজ্ঞানী রাজীব রহমান, ফারহানা রহমান, ড. সাদিকা জাহান ও ড. জুঁই গোমেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেলবোর্নে থাকা প্রবাসী বাংলাদেশী ও অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের গণ‍্যমান‍্য অতিথিরা।

কামরুল চৌধুরী বলেন, সারাবিশ্বের বাংলাভাষী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নতুন উদ‍্যেমে তাদের লেখনির মাধ‍্যমে যুক্ত থাকবেন ঘুরুঞ্চির সঙ্গে। ভ্রমণ মানুষের মনকে চাঙা রাখে, শরীর সুস্থ রাখে। আর ভ্রমণ নিয়ে লেখালেখি নির্দোষ চিত্তবিনোদনের এক অফুরান উৎস। সারা বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষ তাদের নতুন নতুন ভ্রমণ গল্প আর অ্যাডভেঞ্চার কাহিনী তুলে আনবেন লেখনিতে। ঘুরুঞ্চির উদ্যোগ মেলবোর্নের বাংলা স্কুলের নবীন প্রজন্মের কাছে নিয়ে যেতে অনুরোধ করেন তিনি।

ড. নওশাদ বলেন, ঘুরুঞ্চির নানান উদ‍্যোগ তিনি কাছ থেকে দেখেছেন। নতুন করে ভ্রমণ ওয়েব সাইটের যাত্রা তাঁকে আরও অনুপ্রাণিত করছে। ভ্রমণে মানুষের মন উদার হয়। নতুন প্রজন্ম ভ্রমণে উৎসাহিত হয়ে, বড় ভ্রমণকারী হয়ে উঠবেন বলে আশা রাখেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, বাংলা ভাষায় পরিবেশ ও প্রকৃতিনির্ভর কর্মকাণ্ড ও ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার মতো তেমন উল্লেখযোগ্য প্রকাশনা বা প্ল্যাটফর্ম নেই। ঘুরুঞ্চি ম্যাগাজিন সেই শূন্যস্থান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘুরুঞ্চি ম্যাগাজিন বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন। মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের উদ্দেশ্য। ২০২০ সালে ছোট পরিসরে ঘুরুঞ্চির যাত্রার পর আর থেমে থাকতে হয়নি। সাত মহাদেশের বাংলাভাষী ভ্রমণকারীরা তাদের লেখা পাঠাতে শুরু করেন। বাড়তে থাকে উৎসাহ। সেই উৎসাহেই ঘুরুঞ্চির নবযাত্রা এই ওয়েব সাইট উদ্বোধনের মধ‍্যদিয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

ওয়েবসাইট ঘুরুঞ্চি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর