Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোমুখি কবিতার

আহমদ সারওয়ার
৬ মার্চ ২০২৩ ২৩:৪১

কবিতা! তোমার সাথে
কথা হয় না অনেকদিন
দেখাও হয় না সেও দীর্ঘদিন।
বলো, কেমন আছ?

—কেমন আছি সে নয় বুঝে নিও কোনো সময়।
কিন্তু এতদিন পর!
কী মনে করে?
স্রেফ তোমায় দেখতে ইচ্ছে হলো, তাই-
আর কিছু নয়।

সত্যি বলছি, আগের মতো
তোমায় আমি সময় দিতে পারি না তা আমার নিয়ন্ত্রণহীন,
তবে ভালোবাসাটি প্রবহমান অদ্যাবধি।

সময় বড়ই কৃপণ,
তাছাড়া আজকাল বড্ড ক্লান্ত, বেলাশেষের শ্রান্ত সূর্যের মতোন।
চারিদিক এতো শান্তিহীন, কষ্ট, বেদনার,
কুঁড়ে কুঁড়ে খায় রাত্রিদিন।

কার জন্য লিখবো বল? পাঠক কোথা?
জটিল যুগ যন্ত্রণা, ক্লীষ্ট জঠরের ক্ষুধায়।
ওদের বৈরী সময় আজ পলাতক।
এই মিথ্যে সময় তাদেরকেও সাজিয়ে দিয়েছে মিথ্যের পসরা।
তাই তারা যা বলে- তা করে না,
যা পড়ে, তা বিশ্বাস করে না।

কবিতা, তোমায়
না বলা অনেক কথা জমে আছে বলার জন্য
দূরে সরে যেতে গিয়েও তাই ফিরে ফিরে আসি।

—আমিও কি আজ রয়েছি সেই আমি?
কবিতার অন্তর পোড়ে আজ মনস্তাপে,
কোনো কবি নেই আজ আমাকে সাজায় দ্রোহের অগ্নিতে
এই ভীরুতা আর নির্লজ্জের ভীরে।
ইদানীং বড্ড রেগে যাই আমি, কারনে-অকারনে।

জানো, মাঝে মাঝেই মনে হয় তোমরাও তাদেরই দলে।
যারা মেকির অভিনয় করে।
আজকাল ক্ষণকালীন সম্পদের নেশা যেন ওদের পেয়ে বসেছে
জন্মদাতা-জন্মদাত্রীকে হত্যা করতে ওদের হাত এতটুকু কাঁপে না।

জানো কবিতা,
বিবেক আজকাল ক্ষত-বিক্ষত
আকাশেও রঙ নেই-
সৃষ্টির লীলাভূমিতে চারিদিকে যেন ধ্বংসের খেলা,
সমস্থ ক্ষোভের আগুন নিয়ে যেন সূর্যও ক্ষেপেছে,
কীসের আভাস দিচ্ছে,
ভয়ংকর কিছু ঘটাবে যেন।
না-কি কোনো প্রলয়ের আভাস!

—অনেক ভেবেছ, এবার ফেরাও দৃষ্টি নিজের দিকে।
শরীর নিয়ে, বেঁচে থাকা নিয়ে, সুখ নিয়ে আর ভাবো না?
শুনলাম, আজকাল না-কি শরীর ভালো যাচ্ছে না তোমার?

বিজ্ঞাপন

খবরও রাখ তাহলে এখনও কিছু!
—সে কি ভোলা যায়?
রাত্রিদিন অহর্নিশ কাগজে কলমে অনুভবে বোধে প্রেমে আরক্তিম কতো অজস্র
নিভৃত সময় কেটেছে আমাদের, সে কি ভোলা যায়?

জানো কবিতা,
—বলো
বন ক্ষেপেছে, দাবানলে উজাড় করছে সভ্যতা, প্রাচীনতা,
লাগামহীন অমৃতের নেশা পেয়ে বসেছে মনুষ্যসমাজে,
কুলে আর ভিড়ছে না সুখের তরী।

আর একে একে নিভে যাচ্ছে একেকটা সন্ধ্যাতারা।
চলার পথ মেতেছে প্রলয় নৃত্যে
অশান্তির মাতম চারিধারকে করেছে দিশেহারা।

কবিতা
আরও অনেক জমে থাকা কথা তোমায় বলার ছিল।
সময় হবে না হয়তো, ছুটতে হবে আরেক কাজে।
যাবার সময় হলো,
দেখা হবে আবার কোনো অবেলায়
আর তখন ‘মনে হয় শুধু আমি, আর শুধু তুমি
আর ঐ আকাশের পউষ-নীরবতা;
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে কত কাল
কহিয়াছি আধো আধো কথা!’

আহমদ সারওয়ার কবিতা মুখোমুখি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর