Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র ঠেকিয়ে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১৫:১৭

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে বিভিন্ন বুথে টাকা রাখার জন্য গেলে ছিনতাইকারীদের কবলে পড়ে বলে অভিযোগ করেছে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। পুলিশ মাঠে কাজ করছে।’

সারাবাংলা/ইউজে/ইআ

টপ নিউজ ডাচ-বাংলা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর