রাঙ্গামাটি: ১২ কেজি গাঁজা ও ১টি মাহেন্দ্রসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে পানছড়ি-লোগাং সড়কের সাঁওতাল পাড়া সংলগ্ন মেইন সড়ক থেকে খোকন চাকমা (২৬) ও সুফল চাকমা (১৯) কে গাঁজাসহ আটক করা হয়।
তারা রাঙ্গামাটি সদরের চ্যাগাইয়াছড়ি গ্রামের রজনী কুমার চাকমা ও রাঙ্গা চান চাকমা’র ছেলে বলে নিশ্চিত করেছেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ।
ওসি জানান, ব্যবসায়িক উদ্দেশ্যে ভারত সীমান্ত থেকে গাঁজা কিনে এরা রাঙ্গামাটি শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের মামলা দায়ের করা হবে।