ভারতে পাচার হওয়া ৮ যুবক ফিরলেন দেশে
১৩ মার্চ ২০২৩ ০৯:৫৩
বেনাপোল: ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা ৮ বাংলাদেশি যুবককে ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (১২ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথ ভাবে তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করে।
ফেরত আসা যুবকেরা সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের।
পুলিশ ও এনজিও সংস্থার কর্মীরা জানান, ফেরত আসা যুবকেরা দরিদ্র পরিবারের। ভালো কাজের কথা বলে তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রতারণা করে তাদের ভারতে রেখে পালিয়ে যায় দালাল চক্র। তখন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে একবছর কারাভোগ শেষে ৮ বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা ৮ জন বাংলাদেশিকে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিওর মাধ্যমে বেনাপোল থানায় পাঠানো হয়েছে। সেখান থেকেই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এমও