Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা ৫ কর্মীকে পুরস্কৃত করল সারাবাংলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ১৫:৫১

সেরা প্রতিবেদকের পুরস্কার নিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জল জিসান

ঢাকা: সেরা পাঁচ কর্মীকে পুরস্কৃত করেছে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট। ২০২২ সালে করা বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে সেরা প্রতিবেদক, সম্পাদনা, কন্টেন্ট ক্রিয়েটর, জেলা প্রতিনিধি ও সাধারণ বিভাগে সেরা পাঁচ কর্মীকে নির্বাচন করা হয়।

নির্বাচিত সেরা পাঁচ কর্মী হলেন- সেরা প্রতিবেদক সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জল হোসেন জিসান, সেরা নিউজরুম এডিটর নূর মোহাম্মদ সুমন, সেরা কন্টেন্ট ক্রিয়েটর ভিজ্যুয়াল করেসপন্ডেন্ট সেতু পোদ্দার, সেরা জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি) প্রান্ত রনি ও সাধারণ বিভাগে সারাবাংলার সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) স্বপ্না বিশ্বাস।

বিজ্ঞাপন
গাজী গ্রুপের ব্যবস্থাপনা প‌রিচালক গোলাম মূর্তজা পাপ্পাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম

গাজী গ্রুপের ব্যবস্থাপনা প‌রিচালক গোলাম মূর্তজা পাপ্পাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় সারাবাংলা ডটনেট কার্যালয়ে এক অনুষ্ঠানে পুরস্কৃতদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজী গ্রুপের ব্যবস্থাপনা প‌রিচালক গোলাম মূর্তজা পাপ্পা, দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের প্রকাশক বদরুল আলম খান, ব্যবস্থাপনা সম্পাদক এ এস এম রফিক উল্লাহ, প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ, বার্তা সম্পাদক সুমন ইসলাম, ডেপুটি এডিটর সন্দীপন বসু, গাজী টিভির বার্তাপ্রধান ইকবাল করিম নিশান, সারাবাংলার জয়েন্ট নিউজ এডিটর প্রতীক মাহমুদ ও কবীর আলমগীরসহ সব বিভাগের কর্মীরা।

সাধারণ বিভাগে সেরার পুরস্কার নিচ্ছেন সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) স্বপ্না বিশ্বাস

সাধারণ বিভাগে সেরার পুরস্কার নিচ্ছেন সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) স্বপ্না বিশ্বাস

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী গ্রুপের ব্যবস্থাপনা প‌রিচালক গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘সারাবাংলা ভালো করে যাচ্ছে। ভবিষ্যতে আরও ভালো করবে সেটিই প্রত্যাশা। এবার ছোট পরিসরে সেরা কর্মী নির্বাচন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে সেরা কর্মীদের পুরস্কৃত করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এখন বিভিন্ন পত্র-পত্রিকা খুললেই বোঝা যায়- সেটি কার চ্যানেল, কার পত্রিকা। কার স্টেটমেন্ট কী হতে পারে- তা আগেভাগেই বলে দেওয়া যায়। একমাত্র সারাবাংলা এ ক্ষেত্রে ব্যতিক্রম। সারাবাংলা ২৪ ঘণ্টা পাঠকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে আসছে। সারাবাংলা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার চর্চা অব্যাহত রেখেছে। এটাই সারাবাংলার শক্তি। সারাবাংলা কারও পেছনে লেগে থাকা কিংবা সত্য তথ্য গোপন করা বা এড়িয়ে গিয়ে সংবাদ প্রকাশ করে না। ভবিষ্যতেও সারাবাংলার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’

সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার নিচ্ছেন ভিজ্যুয়াল করেসপন্ডেন্ট সেতু পোদ্দার

সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার নিচ্ছেন ভিজ্যুয়াল করেসপন্ডেন্ট সেতু পোদ্দার

দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের প্রকাশক বদরুল আলম খান বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। সংবাদ প্রকাশে কারও বিষোদগার করা যাবে না। সারাবাংলার কর্মীরা তাদের প্রশংসনীয় কাজের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

সারাবাংলার ব্যস্থাপনা সম্পাদক এ এস এম রফিক উল্লাহ বলেন, ‘কর্মীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সেরাদের সেরা-২০২২ প্রদান করছে সারাবাংলা। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন শুরু হয়েছে। যা আগামীতেও বজায় থাকবে। কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য ম্যানেজমেন্ট সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ সারাবাংলার এই উদ্যোগ কর্মীদের আরও সচেতন হতে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনার সময় সারাবাংলার প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ বলেন, ‘সেরাকর্মী বাছাইয়ের ক্ষেত্রে সারাবাংলার বাইরের বিচারকরাও যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে প্রতিবেদন জমা নেওয়ার পর কয়েক ধাপে সেগুলো বিচার-বিশ্লেষণ করা হয়। এর পর বিচারকররা সেরার সেরা নির্বাচিত করেন। এ ধরনের চর্চা সারাবাংলার সকলকর্মীকে উদ্যোমী করে তুলবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, বিচারকদের বিবেচনায় পাঁচটি ক্যাটাগরীতে মোট ১৫ জন মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্যে রিপোর্টিং বিভাগে মনোনয়ন পেয়েছিলেন উজ্জল জিসান (শিয়া বানিয়ে নারী পাঠাচ্ছে ইরানি বিশ্ববিদ্যালয়ের অবৈধ শাখা রিপোর্টের জন্য). গোলাম সামদানী (ভোটের আগের রাতেই ইভিএমে ফলাফল চূড়ান্ত রিপোর্টের জন্য) এবং উজ্জল জিসান (আশা ইউনিভার্সিটিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ, অধরা রেজিস্ট্রার রিপোর্টের জন্য)।

নিউজ রুম এডিটর বিভাগে নূর মোহাম্মদ সুমন, ইতি আফরোজ ও নাজিম খান মনোনয়ন পান। জেলা প্রতিনিধি বিভাগে মনোনয়ন পান ওমর ফারুক হিরু (কক্সবাজার), রানা আহমেদ (সিরাজগঞ্জ) ও প্রান্ত রনি (রাঙামাটি)। কনটেন্ট বিভাগে নীলুফার ইয়াসমিন ( শুভ সকাল), সেতু পোদ্দার (শাহজালালকে হারিয়ে জব্বারের বলির নতুন চ্যাম্পিয়ন জীবন) ও সোহাইল আহমেদ (ফেসবুক পেইজ ও শুভ সকাল) মনোনয়ন পান। সাধারণ বিভাগে মনোনয়ন পান বদিউল আলম সরকার লিটন (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স), স্বপ্না বিশ্বাস (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) ও মিয়া ফয়সাল হাসান (মহাব্যবস্থাপক)।

সারাবাংলা/কেআইএফ/এমও/পিটিএম

সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর