Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমা’র মালিকের কোমরে দড়ি, একদিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৯:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিকো অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থা শিল্প পুলিশকে একদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গ্রেফতার হওয়া এই ব্যবসায়ীকে কোমরে দড়ি বেঁধে তাকে আদালতে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমী রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) জাকের হোসাইন মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে শিল্প পুলিশ। তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. শামসুদ্দিন সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন। আদালত একদিন মঞ্জুর করেছেন।’

বিজ্ঞাপন

কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসামিকে এভাবেই আদালতে নেওয়া হয়। এখানে প্রতিক্রিয়ার কিছু নেই।’

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে পারভেজকে গ্রেফতার করে শিল্প পুলিশ। পরে তাকে নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।

গত ৪ মার্চ বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের ছোট কুমিরায় সীমা শিল্পগ্রুপের প্রতিষ্ঠান সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। আহত ও দগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ২১ জন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাইসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তিন ভাই হলেন- সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীন।

নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। অবহেলা জনিত মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ ও ৪২৭ ধারায় মামলাটি গ্রহণ করে পুলিশ।

এদিকে বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কমিটি মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

বিকেলে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জানিয়েছেন, তদন্তে কারখানা পরিচালনায় মালিকপক্ষে অবহেলার প্রমাণ তারা পেয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর