Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর লেখক সংঘের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ১৬:০৯

ফরিদপুর: জেলার লেখকদের মধ্যে ঐক্য গড়ে তোলা, লেখালেখির মানোন্নয়নে কাজ করা এবং ফরিদপুরের লেখকদের বই প্রকাশে সহযোগিতার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে ‘ফরিদপুর লেখক সংঘ’।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক প্রস্তুতিমূলক সভার মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সভায় কবি শওকত জাহিদের প্রস্তাবে উপস্থিত সকলের সমর্থনে কবি ও গবেষক অধ্যাপক মোশার্রফ আলীকে আহ্বায়ক এবং কবি ও গবেষক মেহেদী হাসান শোয়েবকে সদস্যসচিব করে ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি, কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নাট্যকার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, কবি ও নাট্যকার আবু সুফিয়ান চৌধুরী কুশল, নাট্যকার ও প্রাবন্ধিক সিরাজ-ই-কবীর খোকন, কবি জাহাঙ্গীর খান, কবি ও কথাসাহিত্যিক শওকত জাহিদ, প্রাবন্ধিক আসমা আক্তার মুক্তা, কবি ইকবাল রাশেদীন তরুণ, কবি শাকেরা আহমেদ, কথাসাহিত্যিক মিনা শারমিন, কবি ও নাট্যকার ম. নিজাম প্রমুখ।

জেলার বিভিন্ন অঞ্চলের কবি, প্রাবন্ধিক, গবেষক, কথাসাহিত্যিক ও নাট্যকাররা ফরিদপুর লেখক সংঘ গঠনের প্রস্তুতিমূলক সভায় অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, আহ্বায়ক কমিটি পরবর্তী তিনমাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং কমিটিতে উপস্থাপন করবে। এরপর গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সারাবাংলা/এজেড/পিটিএম

ফরিদপুর লেখক সংঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর