Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হায়েনার কাছ থেকে বাংলাদেশকে ছিনিয়ে এনেছেন বঙ্গবন্ধু’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৩ ১৪:২৩

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। বাংলাদেশের সৃষ্টি হতো না। হায়েনা দলের কাছ থেকে বাংলাদেশকে ছিনিয়ে এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া বলেন, ‘আজ আমাদের জন্য একটি স্মরণীয় দিন। যার জন্ম না হলে আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না। অফিসের ক্লার্ক কিংবা সর্বোচ্চ অফিসের একজন কর্মকর্তা হতাম। বঙ্গবন্ধুর অবদানের কথা বলে শেষ করা যাবে না।’

অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস বলেন, ‘কল্যাণ সাধনের জন্য আমরা কাজ করছি। কিন্তু চেতনা বাস্তবায়ন আমরা করতে পারছি না। আমাদের চেতনা বাস্তবায়নে কাজ করা দরকার। শিশু দিবসে বঙ্গবন্ধুর চেতনায় শিশুদেরকে গড়ে তুলতে হবে।’

যুগ্মসচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার সারাজীবন সংগ্রাম করেছিলেন। বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছেন। ৭ মার্চের ভাষণে বাঙালিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন।’

আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, উপসচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

বঙ্গবন্ধু হায়েনা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর