Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৩ ২০:৫২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিলে একটি বাসা থেকে গিয়াস উদ্দিন চৌধুরী (৫৯) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে মতিঝিল ফকিরাপুল আফরোজা ভবনের সপ্তম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের পটিয়াদি উপজেলার আশিয়া গ্রামে। বাবার নাম ওসমান গনি। বর্তমানে মতিঝিলে আফরোজা ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, গিয়াস উদ্দিন চৌধুরী পেশায় একজন সাংবাদিক ছিলেন। তার বাসায় এক নারী তাকে খাবার দিয়ে যেতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সেই নারী খাবার দিতে গিয়ে দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন। তবে তাকে না ডেকেই খাবার রেখে তিনি চলে যান। আজ দুপুরে তিনি আবার খাবার দিতে এসে দেখেন, একই রকমভাবে তিনি শুয়ে আছেন। তখন তাকে ডাকাডাকি করলে বুঝতে পারেন তিনি মারা গেছেন। প্রতিবেশীদের ডাকাডাকির পর তারা একপর্যায়ে থানায় খবর দেন।

এসআই আরও জানান, মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী-সন্তান চট্টগ্রামে থাকেন। তিনি হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ্তার কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সারাবাংলা/এসএসআর/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর