Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট নির্বাচনে টিম অপারেজেয়’র প্রচারণায় বাধা

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৩ ১১:৩২

ঢাবি: চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এর সর্বশেষ ধাপের ভোটগ্রহণ। শনিবার (১৮ মার্চ) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং শারীরিক শিক্ষা কেন্দ্র— এই চারটি কেন্দ্রে শুরু হয় ভোট।

তবে নির্বাচনে ‘অপরাজেয় বাংলা’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা অভিযোগ করেছেন, টিএসসি অংশের নির্বাচনে তাদের প্রচারণা চালাতে বাধা দিচ্ছেন গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী-সমর্থকরা।

বিজ্ঞাপন

টিম অপরাজেয়’র কয়েকজন প্রার্থীর অভিযোগ করে বলেন, ‘নির্বাচন শুরুর পর গণতান্ত্রিক ঐক্য পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী বাহালুল হক মজনুন ও বদিউজ্জামান সোহাগ টিএসসি অংশের নির্বাচন কেন্দ্রে এসে টিম অপরাজেয় বাংলার প্রার্থীদের নামে গালিগালাজ করতে থাকেন।’ একপর্যায়ে টিম অপরাজেয়’র প্রার্থীদের রাজাকারও বলেন বাহালুল।

টিম অপরাজেয়’র প্রার্থীদের অভিযোগ, ভোটকেন্দ্রের বাইরে প্রচারণা চালাতে বাধা দিচ্ছেন গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী-সমর্থকরা।

সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের বাইরে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার প্রায় দুই শতাধিক ছাত্রলীগ কর্মী কাজ করছেন। ভোটার প্রবেশ করার রাস্তায় গণতান্ত্রিক ঐক্য পরিষদের সমর্থনে ছাত্রলীগ কর্মীরা ছাড়া ‘অপরাজেয়’ প্যানেলের কেউই নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাহালুল হক মজনুন সারাবাংলাকে বলেন, ‘আপনার কথা বুঝতে পারছি না। অনেক ভিড়ের মধ্যে আছি।’

বিজ্ঞাপন

সারাবাংলার প্রতিবেদক আবারও পরিস্কার করে অভিযোগের বিষয়ে জানিয়ে বুঝতে পারছেন কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘না, বুঝতে পারছি না। অনেক ভিড়।’

এদিকে, টিএসসির অংশের ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ সামাদ সারাবাংলাকে বলেন, ‘এমন অভিযোগ আমার কাছে এসেছিলো। এই সমস্যা সমাধান হয়ে গেছে। এখন সবাই ঠিকমতো ভোট দিতে পারছেন। সব প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন।’

রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩-এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘কোনো কেন্দ্র থেকেই এমন কোনো অভিযোগ আসেনি। আপনি টিএসসির কথা বলছেন, ওখানের দায়িত্বে আছেন প্রো ভিসি অ্যাডমিন। এ বিষয়ে ওনার সঙ্গে কথা বলতে পারেন।’

সারাবাংলা/আরআইআর/এমও

টিম অপারেজেয় ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর