বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৩:১২
১৯ মার্চ ২০২৩ ১৩:১২
বান্দরবান: বান্দরবানে সনাতন সম্প্রদায়ের গঙ্গাপূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মার্চ) সকালে বান্দরবান গঙ্গাপূজা উৎসব উদযাপন কমিটির আয়াজনে জেলা সদরের সাঙ্গু নদীর তীরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গঙ্গাপূজা করা হয়।
গঙ্গাপূজা, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, ভজনর্কীতন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা আরতি, হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে এই উৎসব।
এসময় সনাতন সম্প্রদায়ের শতশত পুর্ণার্থী সাঙ্গু নদীতে গঙ্গার চরণে ভক্তি নিবেদন করে পাপমুক্তির আশায় বারুণী স্নানে অংশ নেয়। জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার শত শত সনাতন ধর্মালম্বী নর-নারী নদীতে গঙ্গাস্নানের পাশাপাশি গঙ্গা মায়ের জন্য পূজা ও আগামী দিনের জন্য সুখশান্তি কামনা করে।
সোমবার সকালে পুষ্পাঞ্জলি ও প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে গঙ্গাপূজা শেষ হবে।
সারাবাংলা/এমও