Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজায় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৮:২৭

ঢাকা: আসন্ন রমজানে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চল‌বে লেনদেন চলবে। স্বাভা‌বিক সময় আর্থিক প্রতিষ্ঠান চ‌লে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি ব্যাংকবর্হিভূত দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর ১.১৫টা থেকে ১.৩০টা পর্যন্ত)। রমজানের পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয় আসন্ন রমজানে ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

সারাবাংলা/জিএস/পিটিএম

আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক লেনদেন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর