Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমানা পুনর্নির্ধারণে সবচেয়ে বেশি আবেদন কুমিল্লায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ১৯:০১

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‍উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কুমিল্লায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। সোমবার (২০ মার্চ) ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৬ মার্চ সংসদীয় আসনের সীমানার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার ওপর দাবি-আপত্তি জানাতে সময় দেওয়া হয়েছিল ১৯ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে সর্বোমোট ১৮৬টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে কুমিল্লা অঞ্চলে ৮৪টি। সবচেয়ে কম আবেদন পড়েছে আবেদন পড়েছে ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে, একটি করে। এর বাইরে রাজশাহীতে ৪৩টি, বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি এবং খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে পাঁচটি করে আবেদন পড়েছে। রংপুর ও সিলেট অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘সীমানা সংক্রান্ত সব আবেদন শুনানি করে সংসদীয় আসগুলোর চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সীমানাই বহাল রাখার আবেদন যারা করেছেন, তাদের আবেদন তো আর আমলে নেওয়ার দরকার নেই। যদি বিপক্ষে কেউ বলে থাকে তখন শুনানির দরকার আছে। একই আসনে পক্ষে-বিপক্ষে, এমন থাকতে পারে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

কুমিল্লা টপ নিউজ সীমানা ‍পুনর্নির্ধারণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর