‘ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল বিএনপি-জামায়াত’
২০ মার্চ ২০২৩ ২১:৩৭
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন, বিএনপি-জামায়াত জোট আমাদের স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে ষড়যন্ত্র শুরু করেছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। নিজেদের স্বার্থে, ক্ষমতায় থাকার একমাত্র অভিলাষে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে, ইতিহাসকে খণ্ডিত করে আজকের প্রজন্মকে বিভ্রান্ত করছে। শিক্ষার্থীদের দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার কোনো বিকল্প নেই। প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হলে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে।’
সোমবার (২০ মার্চ) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম মূর্তজা পাপ্পা আরও বলেন, ‘একটি উন্নত সমাজ গঠনে প্রয়োজন সুশিক্ষিত ও উন্নত মানসিকতার মানুষ। এ জন্য আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যেন তারা একটি উন্নত সমাজ গঠন করতে পারে। কারণ সুশিক্ষায় শিক্ষিত মানুষ সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান নিয়ামক। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের জন্য লেখাপড়া ও ব্যক্তিগত জীবনযাপনে পরিবার সদস্যদেরকে বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি শিক্ষকমণ্ডলীকেও এ ব্যাপারে সজাগ ভূমিকা পালন করতে হবে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সন্তান দেশের সম্পদ এবং তাদের সুশিক্ষায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সেই জন্য পরিবারের সবাইকে নজরদারি ও ভালোবাসার মাধ্যমে তাদেরকে উপদেশ দিতে হবে। শিশুদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া যাবে না।’
ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে এবং ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুর হক ভূঁইয়া, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য বাদশা মিয়া, ভুলতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, ভুলতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রোমান মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমসহ অনেকে।
অপরদিকে, সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় ২৭৫টি পরিবারের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও এলাকায় সড়ক উদ্বোধন করেন গাজী গোলাম মূর্তজা পাপ্পা। এ ছাড়া উপজেলার বড়ালু এলাকায় নবনির্মিত সড়ক, চনপাড়া এলাকায় জামিয়াতুস সাহাবা আল ইসলামিয়া মাদরাসা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
সারাবাংলা/একে