Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাদের কল্যাণে হাঁটা কর্মসূচি

সারাবাংলা ডেস্ক
২১ মার্চ ২০২৩ ২০:৪৭

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ব্যতিক্রমী এক আয়োজন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন। এ আয়োজনে থাকছে চট্টগ্রামের মিরসরাই-সীতাকুন্ড সীমান্ত থেকে মিরসরাইয়ের শুভপুর ব্রিজ পর্যস্ত বিশেষ হাঁটা কর্মসূচি। যেখানে একক ‘ওয়াক-অ্যা-থন’-এ অংশগ্রহণ করবেন মিরসরাইয়ের সন্তান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুত্র মাহবুব রহমান রুহেল।

এই উদ্যোগে প্রায় ৭ ঘন্টায় ৩৪ কিলোমিটার পথ হাঁটবেন তিনি। ২২ মার্চ ভোর ৫ টায় এই হাঁটা কর্মসূচি শুরু করে দুপুর ১২ টা নাগাদ শেষ করবেন। মূলত বীর মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, এ কর্মসূচিতে অন্যরাও অংশগ্রহণ করতে পারবেন। প্রতি কিলোমিটারে নির্দিষ্ট পরিমান অনুদান দিয়ে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারেন। এখান থেকে সংগৃহিত তহবিল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে। তাই এ আয়োজনে সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মিরসরাইয়ে অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে। শুভপুর ব্রিজ থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়, যেখানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ব্রিজটি ধ্বংস করে পাকিস্তানি সামরিক বাহিনীকে স্তব্ধ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করার অপারেশনটি চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জনপথকে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষায় ভূমিকা রেখেছিল। বেঁচে গিয়েছিল লাখ লাখ সাধারণ মানুষ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মিরসরাইয়ের এই গৌরবান্বিত অধ্যায়কে স্মরণীয় করে রাখা এবং সেই সময়কার মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এই দীর্ঘ পদযাত্রার আয়োজন।

বিজ্ঞাপন

মাহবুব রহমান রুহেল বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের মহান আত্মত্যাগে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে বাস করার সুযোগ পেয়েছি। এই অপরিসীম আত্মত্যাগের বিনিময় আমরা দিতে পারবো না। তবে তাদের অবদানকে স্মরণ করা এবং যথাযথ মর্যাদা দেয়া আমাদের দায়িত্ব। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে আমাদের।’

সারাবাংলা/এজেডএস

মাহবুব রহমান রুহেল মুক্তিযোদ্ধাদের কল্যাণে হাঁটা কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর