Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৫ হরিণ শিকারির কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৩ ১৭:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণ শিকারের অপরাধে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার থেকে তাদের আটক করেন বন বিভাগের কর্মীরা। এরপর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠান।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- মো. জসিম (২১), মো. নেজাম (২০), মো. মনজুর (৩০), মোহাম্মদ হোসেন (৪০), মো. কালু (১৮)।

সহকারী কমিশনার মাহমুদুল হাসান সারাবাংলাকে বলেন, ‘চুনতী রিজার্ভ ফরেস্টের অধীনের একটি পাহাড় থেকে মায়া হরিণটিকে জালে আটকে ফেলে তারা। এরপর সেটিকে জবাই করে বাঁশের সঙ্গে ঝুলিয়ে কাঁধে নিয়ে লোকালয়ে ফিরছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা তাদের আটক করেন। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।’

‘জিজ্ঞাসাবাদে তারা আদালতের সামনে প্রত্যেকে হরিণ শিকারের দায় স্বীকার করেন। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা জবাই করা হরিণটি মাটি চাপা দেয়া হয়েছে।’

সহকারী কমিশনার মাহমুদুল আরও জানান, জিজ্ঞাসাবাদে পাঁচজন তথ্য দিয়েছেন- তারা বনাঞ্চল থেকে বনমোরগ, হরিণসহ আরও বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে সেগুলো বিক্রি করতেন।

সারাবাংলা/আরডি/ইআ

কারাদণ্ড হরিণ শিকারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর