মালিবাগে সোহাগ পরিবহনের বাসে ট্রেনের ধাক্কা
২২ মার্চ ২০২৩ ২৩:৫৩
ঢাকা: রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাসে কমলাপুরগামী একটি ট্রেন ধাক্কা দিয়েছে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, ‘রাত ৯টা ২ মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাসে ট্রেন ধাক্কা দিয়েছে। এতে বাসের চালক ও হেলপার সামান্য আহত হয়েছেন।’ তিনি বলেন, ‘সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় এসে যাত্রী নামিয়ে কাউন্টারে যাচ্ছিল। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।’
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনটি পঞ্চগড় থেকে কমলাপুরে প্রবেশ করছিল।
সারাবাংলা/ইউজে/পিটিএম