ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ কুলসুমের মৃত্যু
২৩ মার্চ ২০২৩ ১০:১৭
ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ উম্মে কুলসুম (২৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।
ডা. আইউব হোসেন বলেন, ‘দগ্ধ নারীর ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। সঙ্গে শ্বাসনালী দগ্ধ হয়েছিল। ওই নারী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত সোমবার (১৩ মার্চ) সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচার কক্ষে সিজারের মাধ্যমে তার ছেলে বাচ্চা হয়।
কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, এমন বিপদের সম্মুখীন কখনো হইনি। আমার মাথায় কিছুই কাজ করছে না। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারবেশনে রেখেছিলেন।
এর আগে, রোববার (১২ মার্চ) সন্ধ্যার দিকে ফতুল্লা মাজদাইল এলাকার ১০তলা বাসার ৬ তলায় বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে ভবনের জানালা ও লিফট ক্ষতিগ্রস্ত হয়।
সারাবাংলা/এসএসআর/এমও