Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিও মোড়ে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ২০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্টন জিপিও মোড়ে বাস চাপায় আব্দুল জব্বার শরিফ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সারে ৬টার দিকে জিপিও এর প্রধান গেটের সামনে বাসচাপায় গুরুতর আহত হয়। পরে পল্টন থানা পুলিশ ওই বৃদ্ধকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ওই বৃদ্ধের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়র হোসেন জানান, সন্ধ্যার দিকে জিপিও এর প্রধান গেটের সামনে দিয়ে ওই বৃদ্ধ পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মতিঝিলগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ওই বৃদ্ধের কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে তার পরিচয় জানা গেছে।

মেয়ে হামিদা আক্তার মুঠোফোনে জানান, তার বাবার নাম আব্দুল জব্বার (৭৫)। তাদের গ্রামের পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে।

বর্তমানে তারা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। কাকরাইলে এক বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাবা বাসা থেকে বের হয়েছিলেন।

সারাবাংলা/এসএসআর/একে

বাসচাপা বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর