Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্ন আয়ের মানুষের সঙ্গে ডিএনসিসি মেয়রের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৩ ২৩:১৮

ঢাকা: দক্ষিণ বাড্ডার বাসিন্দা এমিল গুলশান দুই নম্বর এলাকায় কলম বিক্রি করে। উত্তর সিটি করপোরেশন চত্বরে ইফতার বিতরণ করার খবর শুনে এসেছে সে। উত্তর সিটি করপোরেশন চত্বরেই পান বিক্রি করে মোহাম্মদ রাকিব মিয়া। সঙ্গে ছেলে বাবুল মিয়া। ডিএনসিসি চত্বরে বিনামূল্যে ইফতার পেয়ে তারা আনন্দিত। জানালো এখানে ইফতার বিতরণ করায় তার আলাদা করে ইফতার কেনা লাগছে না বা উত্তর বাড্ডার বাসায় যেয়ে ইফতার খেয়ে আসা লাগছে না।

বিজ্ঞাপন

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে মাহে রমজানে মাসব্যাপী নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানস্থ নগরের ভবনের সম্মুখস্থলে এই আয়োজন করা হয়েছে। জানা গেল প্রতিদিন অন্তত সাড়ে পাঁচশ মানুষকে ইফতার বিতরণ করা হবে এখানে।

শুক্রবার (২৪ মার্চ ২০২৩) প্রথম রোজায় এই ইফতার আয়োজনে নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ইফতারের কিছুক্ষণ আগে মেয়র আতিকুল ইসলাম উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসে গল্প করেন। এ সময় শিশুরাও মেয়রের সঙ্গে গল্পে-আনন্দে মেতে ওঠেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এ উদ্যোগ নিয়েছি। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। তবে শুধু নিম্ন আয়ের মানুষই নয় সবার জন্যই এটি উন্মুক্ত। যে কেউ এসে এখানে ইফতার করতে পারবেন।’

মেয়র আরও বলেন, ‘আজকে প্রথম রোজায় হয়তো নিজের পরিবারের সঙ্গে ইফতার করলে ভালো লাগতো। কিন্তু এখানে বিভিন্ন শ্রেণি পেশার, সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করতে এসে আরও বেশি ভালো লাগছে। এটি তাদের মুখে হাসি ফুটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এটি অত্যন্ত আনন্দের, ভালো লাগার। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।’

এ সময় অন্যান্যের সঙ্গে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম এবং অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/একে

আতিকুল ইসলাম ডিএনসিসি মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর